স্টাফ রিপোর্টার : ঈদুল আযহার পর আগামী ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য দেশের সকল গার্মেন্টসহ শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (১৭ জুলাই) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ জুলাই থেকে ১৪ দিনের লকডাউন হবে কঠোর। এই সময়ের মাঝে দেশের সব গার্মেন্টসহ শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।