স্টাপ রিপোর্টার : সরকারের সঠিক পদক্ষেপের কারণে করোনা মহামারির মাঝে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মানুষের পাশে থেকে জীবন-জীবিকার সুরক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে একই দিন সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত টাকাই খরচ হোক দেশের সকল নাগরিককে টিকা দেবে সরকার।