ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁয় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে উগ্রবাদী বইসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকা থেকে মো. সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ জুন) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের সদস্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিল গ্রেফতার সারোয়ার হোসেন।

মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এটিইউর একটি দল নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মো.সারোয়ার হোসেন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করে আসছিল।

নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। গ্রেফতার মো.সারোয়ার হোসেন উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

গ্রেফতার তরুণের বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এটিইউর এই কর্মকর্তা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

নওগাঁয় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে উগ্রবাদী বইসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৬:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকা থেকে মো. সারোয়ার হোসেন ওরফে আলিফ ওরফে মুসলিম ফৌজ (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ জুন) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের সদস্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিল গ্রেফতার সারোয়ার হোসেন।

মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এটিইউর একটি দল নওগাঁ পৌরসভা সংলগ্ন কাচারী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মো.সারোয়ার হোসেন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করে আসছিল।

নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। গ্রেফতার মো.সারোয়ার হোসেন উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

গ্রেফতার তরুণের বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এটিইউর এই কর্মকর্তা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471