ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁয় চাঁদা না পেয়ে চিকিৎসকের সহকারীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় চিকিৎসকের কাছে দাবী করা চাঁদা না পেয়ে তার সহাকারীকে প্রকাশ্য ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত । এ সময় বুকে ছুরি নিয়েই আক্রান্ত ব্যাক্তি হামলাকারী‌কে ধরার চেষ্টা চালায় তবে কৌশলে পালিয়ে যায় সে ।

আক্রান্ত ব্যাক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত ব্যাক্তি জানায় সোমবার দুপুরে নওগাঁ কাজীর মোড়ে হলি প্যাথ নামক হাসপাতালে আসে ইউসুফ আলী নামের এক ব্যাক্তি, এসে চি‌কিৎসক এমদা‌দের কা‌ছে ১০ হাজার টাকা দাবী করে ।

টাকা দিতে অ স্বীকার করলে চিকিৎসকের উপর মারমুখী হয় ইউসফ । এ সময় চিকিৎসকের সহ কারী জিল্লুর রহমানের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে পকেটে থাকা চাকু দিয়ে জিল্লুরের পেটে আঘাত করে ।

আঘাত করে দৌর দিয়ে পালানোর সময় জিল্লুর তাকে ধাওয়া করে ধরার চেষ্টা চালায় । কিন্ত একটি রিকসা ভ্যানে চ‌রে  পালিয়ে যায় হামলা কারী ।আহত জিল্লুর কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ইউসুফ মাঝে মাঝে এসে চাঁদা দাবী করতো । তার বিরুদ্ধে চাঁদা বাজি সহ বিভিন্ন মামলা রয়েছে সদর  থানায় । এ ঘটনায় জিল্লুরের স্ত্রী বাদি হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করে ।

প্রাইভেড ক্লিনিক এন্ড ডায়‌গ‌নি‌ষ্টিক এ‌সো‌শি‌য়েন নওগাঁর সাধারন সম্পাদক- মো: আতাউর রহমান জানান, এ ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কমিটির সদস্যদের সাথে আলোচনা হয়েছে ।

হামলা কারী ইউসুফ কে অবিলম্বে আটক করা না হলে ক্লিনিক সমিতি ভিন্ন কর্মসুচী দিবে বলে হুশিয়ারী দেন তিনি ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

নওগাঁয় চাঁদা না পেয়ে চিকিৎসকের সহকারীকে ছুরিকাঘাত

আপডেট সময় ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় চিকিৎসকের কাছে দাবী করা চাঁদা না পেয়ে তার সহাকারীকে প্রকাশ্য ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত । এ সময় বুকে ছুরি নিয়েই আক্রান্ত ব্যাক্তি হামলাকারী‌কে ধরার চেষ্টা চালায় তবে কৌশলে পালিয়ে যায় সে ।

আক্রান্ত ব্যাক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত ব্যাক্তি জানায় সোমবার দুপুরে নওগাঁ কাজীর মোড়ে হলি প্যাথ নামক হাসপাতালে আসে ইউসুফ আলী নামের এক ব্যাক্তি, এসে চি‌কিৎসক এমদা‌দের কা‌ছে ১০ হাজার টাকা দাবী করে ।

টাকা দিতে অ স্বীকার করলে চিকিৎসকের উপর মারমুখী হয় ইউসফ । এ সময় চিকিৎসকের সহ কারী জিল্লুর রহমানের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে পকেটে থাকা চাকু দিয়ে জিল্লুরের পেটে আঘাত করে ।

আঘাত করে দৌর দিয়ে পালানোর সময় জিল্লুর তাকে ধাওয়া করে ধরার চেষ্টা চালায় । কিন্ত একটি রিকসা ভ্যানে চ‌রে  পালিয়ে যায় হামলা কারী ।আহত জিল্লুর কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ইউসুফ মাঝে মাঝে এসে চাঁদা দাবী করতো । তার বিরুদ্ধে চাঁদা বাজি সহ বিভিন্ন মামলা রয়েছে সদর  থানায় । এ ঘটনায় জিল্লুরের স্ত্রী বাদি হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করে ।

প্রাইভেড ক্লিনিক এন্ড ডায়‌গ‌নি‌ষ্টিক এ‌সো‌শি‌য়েন নওগাঁর সাধারন সম্পাদক- মো: আতাউর রহমান জানান, এ ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কমিটির সদস্যদের সাথে আলোচনা হয়েছে ।

হামলা কারী ইউসুফ কে অবিলম্বে আটক করা না হলে ক্লিনিক সমিতি ভিন্ন কর্মসুচী দিবে বলে হুশিয়ারী দেন তিনি ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471