ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক উদ্ধার কৃত কষ্টি পাথরের মূর্তি প্রন্ততাত্তিক জাদুঘরে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক ২০১৯ এবং ২০২০ সালে টাস্কফোর্স/বিশেষ অভিযান পরিচালনা করে ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করা হয়।

চোরাকারবারীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের নিমিত্তে দেশের এ ধরনের দুর্লভ কষ্টিপাথর/ প্রতœতাত্তি¡ক মানসম্পন্ন মূর্তি সমূহ পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে।

এ ধরনের দুর্লভ বস্তু পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হতে বিজিবি ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলোর সর্বমোট ওজন ২৭০.০৯ কেজি এবং আনুমানিক মূল্য ২,০৬,৫৯,০০০/- (দুই কোটি ছয় লক্ষ উনষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত মূল্যবান ১১টি কষ্টি পাথরের মূতি/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তিসমূহ অদ্য ১৫ নভেম্বর ২০২০ তারিখে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রন্ততাত্তিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে আঞ্চলিক পরিচালক, প্রন্ততাত্তিক অধিদপ্তর, রাজশাহীর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), এ টি এম আহসান হাবীব, উপ-অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এবং রাজশাহী প্রতœতাত্তি¡ক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, মোছাঃ নাহিদ সুলতানা ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক উদ্ধার কৃত কষ্টি পাথরের মূর্তি প্রন্ততাত্তিক জাদুঘরে হস্তান্তর

আপডেট সময় ১২:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক ২০১৯ এবং ২০২০ সালে টাস্কফোর্স/বিশেষ অভিযান পরিচালনা করে ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করা হয়।

চোরাকারবারীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের নিমিত্তে দেশের এ ধরনের দুর্লভ কষ্টিপাথর/ প্রতœতাত্তি¡ক মানসম্পন্ন মূর্তি সমূহ পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে।

এ ধরনের দুর্লভ বস্তু পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হতে বিজিবি ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলোর সর্বমোট ওজন ২৭০.০৯ কেজি এবং আনুমানিক মূল্য ২,০৬,৫৯,০০০/- (দুই কোটি ছয় লক্ষ উনষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত মূল্যবান ১১টি কষ্টি পাথরের মূতি/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তিসমূহ অদ্য ১৫ নভেম্বর ২০২০ তারিখে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রন্ততাত্তিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে আঞ্চলিক পরিচালক, প্রন্ততাত্তিক অধিদপ্তর, রাজশাহীর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), এ টি এম আহসান হাবীব, উপ-অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এবং রাজশাহী প্রতœতাত্তি¡ক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, মোছাঃ নাহিদ সুলতানা ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471