ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলোর কামালিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশাটি।দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহত চারজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যান সিএনজি চালক মো. বুলবুল মিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

নিহত দুই নারীর মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলার তালজসি গ্রামের আব্দুল হামিদের মেয়ে জেসমিন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত তিনজনের মধ্যে নিহত এক নারীর চার বছরের শিশু রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৫:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলোর কামালিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশাটি।দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহত চারজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যান সিএনজি চালক মো. বুলবুল মিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

নিহত দুই নারীর মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলার তালজসি গ্রামের আব্দুল হামিদের মেয়ে জেসমিন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত তিনজনের মধ্যে নিহত এক নারীর চার বছরের শিশু রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471