ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘাতক বাস কেড়ে নিল যুবকের প্রান

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় আহত সিএনজি অটোরিক্সার আরোহী মো. হাসান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আবদুর রহিম।তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।

একইদিন সকাল ৭টায় উপজেলার পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিক্সা ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজি অটোরিক্সায় থাকা চার আরোহী গুরতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং অন্যদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার আহমদুর রহমানের পুত্র মো. শোয়াইব (৩৫), একই ইউনিয়নের আতিয়ার পাড়ার মোকতার আহমদের পুত্র মো. আরিফ (১৫) ও চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একরামুল হকের পুত্র মো. রাশেদ (৩৮)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা থানা হেফাজতে রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

চট্টগ্রামে ঘাতক বাস কেড়ে নিল যুবকের প্রান

আপডেট সময় ০৫:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় আহত সিএনজি অটোরিক্সার আরোহী মো. হাসান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আবদুর রহিম।তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।

একইদিন সকাল ৭টায় উপজেলার পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিক্সা ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজি অটোরিক্সায় থাকা চার আরোহী গুরতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং অন্যদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার আহমদুর রহমানের পুত্র মো. শোয়াইব (৩৫), একই ইউনিয়নের আতিয়ার পাড়ার মোকতার আহমদের পুত্র মো. আরিফ (১৫) ও চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একরামুল হকের পুত্র মো. রাশেদ (৩৮)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা থানা হেফাজতে রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471