ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে

কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী  বাংলাদেশিরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটিতে ফেরত যেতে হলে কাতার সরকারের বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে প্রবাসীদের।

শনিবার (২৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য সে দেশের সরকারের শর্তগুলি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, আবাসিক পারমিটধারী গার্হস্থ্য কর্মী, কোম্পানি স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

কাতারে ফিরতে যাত্রীদের অবশ্যই ব্যতিক্রমী প্রবেশ অনুমতি (এক্সেপশনাল এন্ট্রি পারমিট) সংগ্রহ করতে হবে। যার একটি কপি সঙ্গে রাখতে হবে এবং একটি কপি কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে।

এই পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের কপি দাখিল করতে হবে।

এক্সেপশনাল এন্ট্রি পারমিটের জন্য এই লিংকে https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/ আবেদন করা যাবে। যাত্রীদের অবশ্যই কাতারে প্রবেশের আগেই ‘হেল্থ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে।

আরও বলা হয়, কাতার এয়ারপোর্টে যাত্রীর পিসিআর টেস্ট করানো হবে। পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে। যাত্রীদের অবশ্যই     মোবাইলে ‘EHTERAZ’ অ্যাপস ডাউনলোড করতে হবে।

কাতার সরকারের এসব নির্দেশাবলী যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে

আপডেট সময় ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী  বাংলাদেশিরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটিতে ফেরত যেতে হলে কাতার সরকারের বেশকিছু নিয়ম অনুসরণ করতে হবে প্রবাসীদের।

শনিবার (২৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য সে দেশের সরকারের শর্তগুলি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, আবাসিক পারমিটধারী গার্হস্থ্য কর্মী, কোম্পানি স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

কাতারে ফিরতে যাত্রীদের অবশ্যই ব্যতিক্রমী প্রবেশ অনুমতি (এক্সেপশনাল এন্ট্রি পারমিট) সংগ্রহ করতে হবে। যার একটি কপি সঙ্গে রাখতে হবে এবং একটি কপি কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে।

এই পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের কপি দাখিল করতে হবে।

এক্সেপশনাল এন্ট্রি পারমিটের জন্য এই লিংকে https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/ আবেদন করা যাবে। যাত্রীদের অবশ্যই কাতারে প্রবেশের আগেই ‘হেল্থ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে।

আরও বলা হয়, কাতার এয়ারপোর্টে যাত্রীর পিসিআর টেস্ট করানো হবে। পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে। যাত্রীদের অবশ্যই     মোবাইলে ‘EHTERAZ’ অ্যাপস ডাউনলোড করতে হবে।

কাতার সরকারের এসব নির্দেশাবলী যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471