ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছর পর এমপিও ঘোষনা হলেও তা বাতিলে তৎপর বহিস্কৃত শিক্ষক

স্টাফ রিপোর্টার নওগাঁ: দুর্নীতির দায়ে বহিস্কৃত হওয়ার পর কলেজের এমপিও বাতিল সহ প্রতিষ্টান বন্ধের নানা মুখী ষরযন্ত্রের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ।

একের পর এক মিথ্যা  মামলা দিয়ে হয়রানী করতে গিয়ে ১৫ দিনের কারাবাস করতে হয়েছে ঐ শিক্ষককে । হাজত বাসের পর আরো  বেপরোয়া হয়ে  অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে  । অভিযুক্ত ঐ শিক্ষকের নাম অরুন কুমার মন্ডল । আর যে প্রতিষ্টান নিয়ে নিয়ে মতলবী খেলায় মেতেছেন তা হলো নওগাঁর মহাদেবপুরে অবস্থিত কৃষি ও  কারিগরি কলেজ ।   ২০০৩ সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতান পুর    এলাকায় গ‌ড়ে তোলা  হয় কলেজটি । কলেজের নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা প্রতিষ্টান টি কারিগরি ও কৃষি শিক্ষা বিস্তারের ইতিবাচক প্রভাব ফেলে । প্রতিষ্টার দু ছর পর পুর্নাঙ্গ অবকাঠামো ও শিক্ষক কর্মচারী নিয়োগ সম্পুন্ন করে ।  সে সময় ভার প্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কলেজে দায়িত্ব পালন করেন অরুন কুমার মন্ডল ।

অরুন কুমার মন্ডল বিভিন্ন দফতরে কলেজ টি বন্দের মিথ্য তথ্য সুপারিশ করে দফতরে

একই সাথে ধামুইরহাট এম এম ডিগ্রী  কলেজের পদার্থ বিজ্ঞান প্রভাষক হিসাবে শিক্ষক অরুন দায়িত্ব পালণ করেন । তিনি নীতিমালা লংঘন করে দু কলেজের ভাতা গ্রহন সহ সব সুবিধা নিলেও অনিয়মিত ভাবে এ কলেজে উপস্থিত সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা  তার বিরুদ্ধে অভিযোগ দেয় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে ।  এর পর স্থানীয় প্রশাসন, কারিগরি বোর্ড থেকে বিষয়টি নিয়ে কয়েক দফা তদন্ত করে সতত্যা পায় । ফলে শিক্ষক অরুন কুমার মন্ডল কে ঐ কলেজ থেকে বহিস্কার আদেশ দেয় সংশ্লিষ্ট দফতর ।

এ ঘটনার পর কলেজের মানন্নোয়ন সহ শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে নতুন  ম্যানেজিং কমিটি গঠন ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেন মায়নুল ইসলাম । শিক্ষক কর্মচারীর ৪৫ জন লোকবল নিয়ে নীবির পরিচালনার মাধ্যমে গুনগত শিক্ষার পরিবেশ ফিরে আসে । ১৫ বছর ধরে শিক্ষক কর্মচারীদের নানা দৈণ্যতার সাথে লড়াই করে এগিয়ে নেওয়া এ কলেজ টি  ২০১৯ সালে ২৩ অক্টোবর  এমপিও ভুক্তির ঘোষনা আসে ।

বেশ কজন শিক্ষক জানান, এমপিও ঘোষনার খবরে শিক্ষকদের ভেতর যখন নতুন উদ্দীপনা কাজ করে তখন নতুন ষরযন্ত্রের জাল নিয়ে আবারো এগিয়ে আসে বহিস্কৃত শিক্ষক অরুন কুমার মন্ডল । চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিষ্টানের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে শিক্ষক অরুন কুমার মন্ডল এমপি বাতিল সহ প্রতিষ্টান বন্দের দাবী তুলে সংম্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ দেয় ।

শিক্ষকরা বলছেন সম্পুর্ন ব্যাক্তি আক্রোশ আর বানোয়াট কিছু গল্প তৈরি করে একটি প্রতিষ্টানের ক্ষতির জন্য ঘৃণ্য ষরযন্ত্র করছেন শিক্ষক অরুন কুমার মন্ডল ।

এ ব্যাপারে শিক্ষক অরুন কুমারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাবার জমির উপর গড়া প্রতিষ্টান কিন্ত তারা আমাকে কমিটিতে রাখে নাই ।  কলেজের নতুন কাঠামো করে সব কিছু পরিবর্তন করেছে । তাই আমি এর বিরোধীতা করে একাধিক মামলা দিয়েছি আরো কিছু মামলা দেওয়ার প্রস্ততি নিচ্ছি ।

শিক্ষক অরুন কুমারের নানা অনিয়ম প্রমানিত হওয়ায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মহাদেবপুর উপজেলা প্রশাসন

অন্যদিকে বর্তমান অধ্যক্ষ ময়নুল ইসলাম বলেন, অরুন কুমার একজন কলেজ শিক্ষক হয়ে একটি প্রতিষ্টিত প্রতিষ্টান বন্ধ সহ নানা কার্যক্রম চালাচ্ছে এটা খুবই দু:খ জনক ।

ট্যাগস

১৬ বছর পর এমপিও ঘোষনা হলেও তা বাতিলে তৎপর বহিস্কৃত শিক্ষক

আপডেট সময় ০৩:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ: দুর্নীতির দায়ে বহিস্কৃত হওয়ার পর কলেজের এমপিও বাতিল সহ প্রতিষ্টান বন্ধের নানা মুখী ষরযন্ত্রের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ।

একের পর এক মিথ্যা  মামলা দিয়ে হয়রানী করতে গিয়ে ১৫ দিনের কারাবাস করতে হয়েছে ঐ শিক্ষককে । হাজত বাসের পর আরো  বেপরোয়া হয়ে  অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে  । অভিযুক্ত ঐ শিক্ষকের নাম অরুন কুমার মন্ডল । আর যে প্রতিষ্টান নিয়ে নিয়ে মতলবী খেলায় মেতেছেন তা হলো নওগাঁর মহাদেবপুরে অবস্থিত কৃষি ও  কারিগরি কলেজ ।   ২০০৩ সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সুলতান পুর    এলাকায় গ‌ড়ে তোলা  হয় কলেজটি । কলেজের নিয়োগ প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা প্রতিষ্টান টি কারিগরি ও কৃষি শিক্ষা বিস্তারের ইতিবাচক প্রভাব ফেলে । প্রতিষ্টার দু ছর পর পুর্নাঙ্গ অবকাঠামো ও শিক্ষক কর্মচারী নিয়োগ সম্পুন্ন করে ।  সে সময় ভার প্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কলেজে দায়িত্ব পালন করেন অরুন কুমার মন্ডল ।

অরুন কুমার মন্ডল বিভিন্ন দফতরে কলেজ টি বন্দের মিথ্য তথ্য সুপারিশ করে দফতরে

একই সাথে ধামুইরহাট এম এম ডিগ্রী  কলেজের পদার্থ বিজ্ঞান প্রভাষক হিসাবে শিক্ষক অরুন দায়িত্ব পালণ করেন । তিনি নীতিমালা লংঘন করে দু কলেজের ভাতা গ্রহন সহ সব সুবিধা নিলেও অনিয়মিত ভাবে এ কলেজে উপস্থিত সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা  তার বিরুদ্ধে অভিযোগ দেয় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে ।  এর পর স্থানীয় প্রশাসন, কারিগরি বোর্ড থেকে বিষয়টি নিয়ে কয়েক দফা তদন্ত করে সতত্যা পায় । ফলে শিক্ষক অরুন কুমার মন্ডল কে ঐ কলেজ থেকে বহিস্কার আদেশ দেয় সংশ্লিষ্ট দফতর ।

এ ঘটনার পর কলেজের মানন্নোয়ন সহ শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনতে নতুন  ম্যানেজিং কমিটি গঠন ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেন মায়নুল ইসলাম । শিক্ষক কর্মচারীর ৪৫ জন লোকবল নিয়ে নীবির পরিচালনার মাধ্যমে গুনগত শিক্ষার পরিবেশ ফিরে আসে । ১৫ বছর ধরে শিক্ষক কর্মচারীদের নানা দৈণ্যতার সাথে লড়াই করে এগিয়ে নেওয়া এ কলেজ টি  ২০১৯ সালে ২৩ অক্টোবর  এমপিও ভুক্তির ঘোষনা আসে ।

বেশ কজন শিক্ষক জানান, এমপিও ঘোষনার খবরে শিক্ষকদের ভেতর যখন নতুন উদ্দীপনা কাজ করে তখন নতুন ষরযন্ত্রের জাল নিয়ে আবারো এগিয়ে আসে বহিস্কৃত শিক্ষক অরুন কুমার মন্ডল । চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিষ্টানের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে শিক্ষক অরুন কুমার মন্ডল এমপি বাতিল সহ প্রতিষ্টান বন্দের দাবী তুলে সংম্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ দেয় ।

শিক্ষকরা বলছেন সম্পুর্ন ব্যাক্তি আক্রোশ আর বানোয়াট কিছু গল্প তৈরি করে একটি প্রতিষ্টানের ক্ষতির জন্য ঘৃণ্য ষরযন্ত্র করছেন শিক্ষক অরুন কুমার মন্ডল ।

এ ব্যাপারে শিক্ষক অরুন কুমারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাবার জমির উপর গড়া প্রতিষ্টান কিন্ত তারা আমাকে কমিটিতে রাখে নাই ।  কলেজের নতুন কাঠামো করে সব কিছু পরিবর্তন করেছে । তাই আমি এর বিরোধীতা করে একাধিক মামলা দিয়েছি আরো কিছু মামলা দেওয়ার প্রস্ততি নিচ্ছি ।

শিক্ষক অরুন কুমারের নানা অনিয়ম প্রমানিত হওয়ায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মহাদেবপুর উপজেলা প্রশাসন

অন্যদিকে বর্তমান অধ্যক্ষ ময়নুল ইসলাম বলেন, অরুন কুমার একজন কলেজ শিক্ষক হয়ে একটি প্রতিষ্টিত প্রতিষ্টান বন্ধ সহ নানা কার্যক্রম চালাচ্ছে এটা খুবই দু:খ জনক ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471