ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন

৯ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৫:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৯৮ Time View

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবার নতুন পর্বে পা রাখল। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তাতে রাজিও হয়েছেন জর্জিনা। বহুদিন ধরে একসঙ্গে থাকা এই যুগলের ঘর আগেই আলো করেছে দুই সন্তান, সঙ্গে রয়েছে রোনালদোর আগের তিন সন্তানও।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটেছে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০–১৫ ক্যারেট ওজনের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয়, যা দ্রুত রূপ নেয় ভালোবাসায়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।

ট্যাগস

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

৯ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

আপডেট সময় ০৫:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবার নতুন পর্বে পা রাখল। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তাতে রাজিও হয়েছেন জর্জিনা। বহুদিন ধরে একসঙ্গে থাকা এই যুগলের ঘর আগেই আলো করেছে দুই সন্তান, সঙ্গে রয়েছে রোনালদোর আগের তিন সন্তানও।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটেছে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০–১৫ ক্যারেট ওজনের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয়, যা দ্রুত রূপ নেয় ভালোবাসায়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।