ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ইজিবাইকচালকে হত্যা, ২ জনরে মৃত্যুদণ্ড

নড়াইলে ইজিবাইকচালকে  হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) এবং একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইকচালক আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যান। এরপর রোহান আর বাড়িতে ফিরে আসেননি।

এ ঘটনার পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের বাবা চান মিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশের জমি থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা করা হয়। পরে তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আদালত দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ট্যাগস

নড়াইলে ইজিবাইকচালকে হত্যা, ২ জনরে মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

নড়াইলে ইজিবাইকচালকে  হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) এবং একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইকচালক আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যান। এরপর রোহান আর বাড়িতে ফিরে আসেননি।

এ ঘটনার পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের বাবা চান মিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশের জমি থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা করা হয়। পরে তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আদালত দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।