পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামের চরমপন্থী এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বিজয় রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিজয় রামপুর গ্রামে ছোট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা-বিস্কিুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা-বিস্কুট খাননি। না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।
এ সময় বাবুল শেখকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।