বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরে দুই ভাই মনমথ হালদার ও সবুজ হালদার নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।