চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানা এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।
আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চার জনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দু’জনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।