ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। শাকিলসহ আরো কয়েকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করে। তার ছোট ভাই শুভ (২৫) কেও কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় লোকজন অস্ত্রধারী ৩ দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়েছে বলেও জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৫ জন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। শাকিলসহ আরো কয়েকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করে। তার ছোট ভাই শুভ (২৫) কেও কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় লোকজন অস্ত্রধারী ৩ দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়েছে বলেও জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’