কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। সোমবার (২৮ এপ্রিল) জেলার বরুড়া এবং মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
এর মধ্যে বরুড়ায় মারা গেছে দুই স্কুলছাত্র এবং মুরাদনগরের বাঙ্গড়ায় মারা গেছেন দুই কৃষক। এ ছাড়াও বরুড়ায় আহত এক শিশুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতরা হলেন- বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩), বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ (১৪), মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিমপাড়ার মৃত বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) ও আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)।
বরুড়ার পয়ালগাছা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে দুই কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে।