সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাসেদুল ইসলাম (৪০)। তিনি তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং একজন পিকআপ ভ্যানচালক।
তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে এবং রাস্তার পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।
নিহতের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই রাসেদুল নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ পাওয়া গেল। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তারা জানেন না।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।