পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে মো. আলমগীর তালুকদার (৫৫) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আলমগীর জৈনকাঠী ইউনিয়নের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে। আউলিয়াপুর ইউপির ১নং ওয়ার্ডের চৌকিদার মো. আলম জানান, মো. আলমগীর তালুকদার বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী ও সন্তান ঢাকায় বসবাস করেন।তারা আজকে বাড়িতে মাটির কাজ করতে আসলে । এসময় বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তারা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন।
এ বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান , মৃত দেহ দেখে মনে হচ্ছে চার পাঁচ দিন আগে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছি ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই সন্দেহ করা হচ্ছে।