পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- হৃদয় ও নয়ন। তাদের দুজনের বয়সই ১৬ বছর। তারা দুজনই এসএসসি পরিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মোটরসাইকেলযোগে হৃদয় ও নয়ন বেড়াতে যায়। তারা আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া নামকস্থানে পৌঁছালে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ঢামেক ও রামেকে ভর্তি করা হয়।
আটঘরিয়া দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নয়ন ও হৃদয় দুজনই আমার স্কুলের ছাত্র ছিল। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদের।