কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় গোয়াল ঘর থেকে স্মৃতি রাণী (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
গ্রামবাসীরা জানান, নিহত স্মৃতির স্বামী ঢাকায় দীর্ঘদিন ধরে কাজ করেন। তিন সন্তান নিয়ে ওই বাড়িতে একাই থাকতেন তিনি। এ বিষয়ে বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, কখন কীভাবে এ ঘটনা ঘটেছে আমি বিষয়টি জানি না।
এ বিষয়ে পুলিশের কাছে পরিবার থেকে কোনো মামলা দেওয়া হয়নি। পুলিশও সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। পরিবার থেকে কোনো মামলা হয়নি। আমরা লাশ ময়নাতদন্ত করতে দিয়েছি। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।