ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

রংপুরে সেনাবাহিনীর ভুয়া মেজরসহ আটক ৫

রংপুরে সেনাবাহিনীর পোশাক পড়া অবস্থায় ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরসহ চার জনকে আটক করেছে সেনাবাহিনী।

এ সময় তার কাছ থেকে ভুয়া ভোটার আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ দুই লাখ ৯০ হাজার টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ফজলে রাব্বি ঠাকুরগাঁও জেলার মোকতার আলমের ছেলে।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, গতকাল (সোমবার) রাতে জাহাজ কোম্পানি মোড়ের বিপনী বিতানে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে চার জনকে দেখতে পান। এ সময় তিনি ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ফজলে রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্প তাকে নেওয়া হলে এবং জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য না বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরবর্তীতে ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও চার সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি জানায়, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তাদের এই চক্রটি।

ট্যাগস

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

রংপুরে সেনাবাহিনীর ভুয়া মেজরসহ আটক ৫

আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

রংপুরে সেনাবাহিনীর পোশাক পড়া অবস্থায় ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরসহ চার জনকে আটক করেছে সেনাবাহিনী।

এ সময় তার কাছ থেকে ভুয়া ভোটার আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ দুই লাখ ৯০ হাজার টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ফজলে রাব্বি ঠাকুরগাঁও জেলার মোকতার আলমের ছেলে।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, গতকাল (সোমবার) রাতে জাহাজ কোম্পানি মোড়ের বিপনী বিতানে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে চার জনকে দেখতে পান। এ সময় তিনি ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ফজলে রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্প তাকে নেওয়া হলে এবং জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য না বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরবর্তীতে ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও চার সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি জানায়, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তাদের এই চক্রটি।