নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে জেলা থেকে চাল সরবরাহ বন্ধের হুশিয়ারী ।
জেলার ১৮ সংগঠনের ব্যানারে নওগাঁয় আন্দোলন চলছে । সারাদেশে ২৬ টি মেডিকেল কলেজ বন্ধের তালিকায় নওগাঁ মেডিকেল কলেজের নাম রয়েছে । এ সিদ্ধান্ত প্রত্যহারের দাবীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীর সাথে যুক্ত হয়েছে জেলার ১৮ চি সামাজিক সংগঠন ।
এ ছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দরাও একমত পোষন করে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরকার কে সরে আসার আহবান জানিয়েছে । শনিবার(১৫ মার্চ)নওগাঁর মুক্তির মোড় এলাকায় শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ আন্দোলনে যুক্ত হন । ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা দাবী করেন নওগাঁ মেডিকেল কলেজ সুনামের সাথে ফলাফল করে যাচ্ছে । বর্তমানে সাড়ে ৩শ শিক্ষার্থী পড়ালেখা করছে এ কলেজে।
জেলার স্বাস্থ্য সেবায় এসব শিক্ষার্থীর ব্যপক অবেদানে সাধারন মানুষ উপকৃত হচ্ছে । এ অবস্থায় মেডিকেলের মানের প্রশ্ন তুলে সম্প্রতি সরকার ২৬ টি মেডিকেল বন্ধের নতিগত সিদ্ধান্ত নেয় ।এতে জেলাবাসী ফুসে উঠে । জেলা বিএনপি জামায়াত ইসলাম, জেলা বাসদ, সহ ১৮ টি সমাজিক সংগঠন একজোট হয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে এ আন্দোলনে নামে ।