ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮ Logo জীবনের শিক্ষার জন্য ৭দিন হলেও সবাইকে জেলে থাকা উচিত : পলক Logo বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন Logo শেরপুরে বেড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার,মায়ের আত্মহত্যার চেষ্টা Logo ‘মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা কেন দেব? Logo জামালপুরে আগ্নেয়াস্ত্র-পাঁচ রাউন্ড গুলি-দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার Logo আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে : আসিফ মাহমুদ Logo কুয়েটের সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল Logo অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ১৫০ টিরও বেশি তিমি আটকা পড়েছে Logo নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক।

বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল বৈষম্য কমানো, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক পর্যায়ে প্রবেশাধিকার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, স্টারলিংকের কানেক্টিভিটি যুক্ত হলে বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা বাড়বে, যা তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের সম্প্রসারিত অংশ হিসেবে স্টারলিংক কাজ করতে পারে, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে।

ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এর কার্যক্রম সম্পর্কে জানেন এবং এটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান উপদেষ্টা স্টারলিংকের সম্ভাব্য চালুর বিষয়ে বাংলাদেশ সফরের জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান, যার প্রতি মাস্ক ইতিবাচক সাড়া দেন এবং বলেন, ‘আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি।’

 

ট্যাগস

শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা

আপডেট সময় ০১:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক।

বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল বৈষম্য কমানো, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক পর্যায়ে প্রবেশাধিকার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, স্টারলিংকের কানেক্টিভিটি যুক্ত হলে বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা বাড়বে, যা তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের সম্প্রসারিত অংশ হিসেবে স্টারলিংক কাজ করতে পারে, যা গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে।

ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এর কার্যক্রম সম্পর্কে জানেন এবং এটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান উপদেষ্টা স্টারলিংকের সম্ভাব্য চালুর বিষয়ে বাংলাদেশ সফরের জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান, যার প্রতি মাস্ক ইতিবাচক সাড়া দেন এবং বলেন, ‘আমি এটির জন্য উন্মুখ হয়ে আছি।’