ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮ Logo জীবনের শিক্ষার জন্য ৭দিন হলেও সবাইকে জেলে থাকা উচিত : পলক Logo বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন Logo শেরপুরে বেড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার,মায়ের আত্মহত্যার চেষ্টা Logo ‘মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা কেন দেব? Logo জামালপুরে আগ্নেয়াস্ত্র-পাঁচ রাউন্ড গুলি-দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার Logo আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে : আসিফ মাহমুদ Logo কুয়েটের সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল Logo অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ১৫০ টিরও বেশি তিমি আটকা পড়েছে Logo নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া
হাসনাত আব্দুল্লাহ

আমরা এমন বাংলাদেশ চাই না,যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয়

দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব‌্য প্রদানকা‌লে এসব কথা বলেন তিনি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধামতী দরবার শরী‌ফের পীর আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ।

তি‌নি আরও ব‌লেন, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের কর্মচারী, আপনাদের কর্মচারী থেকে যদি একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা সারা বছর, পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব, কিন্তু আপনাদের আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য, দশ বছরের অপশাসনের জন্য এর দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হবো, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো।

হাসনাত বলেন, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত কইরেন না। আপনারা কখনো সুদের কাছে মাথা নত কইরেন না। আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর, এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা দেখবেন আমরা সেটা থেকে শিখব, এবং আপনাদের দেখানো পথে বাংলাদেশটাকে এগিয়ে নিব।

ট্যাগস

শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮

হাসনাত আব্দুল্লাহ

আমরা এমন বাংলাদেশ চাই না,যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয়

আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব‌্য প্রদানকা‌লে এসব কথা বলেন তিনি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধামতী দরবার শরী‌ফের পীর আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ।

তি‌নি আরও ব‌লেন, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের কর্মচারী, আপনাদের কর্মচারী থেকে যদি একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা সারা বছর, পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব, কিন্তু আপনাদের আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য, দশ বছরের অপশাসনের জন্য এর দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হবো, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো।

হাসনাত বলেন, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত কইরেন না। আপনারা কখনো সুদের কাছে মাথা নত কইরেন না। আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর, এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা দেখবেন আমরা সেটা থেকে শিখব, এবং আপনাদের দেখানো পথে বাংলাদেশটাকে এগিয়ে নিব।