ঢাকার নবাবগঞ্জে বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছেন।শনিবার (১৮ জানুয়ারি) নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান ঢাকার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াসিন ও রাকিব দুই বন্ধু। পেশায় অটোরিকশা চালক রাকিবের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বন্ধু ইয়াসিনের স্ত্রীর সঙ্গে। এ নিয়ে একাধিকবার বাকবিতণ্ডা হয় তাদের মাঝে।
এর জের ধরে রাকিবকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে ইয়াসিন। হত্যায় সহযোগিতা করে ইয়াসিনের মামাতো ভাই আব্দুর রহমান।
ইয়াসিনকে ধরার পর জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব বিষয় জানিয়েছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার চালক রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতার দু’জন হলেন – উপজেলার আগলা ইউনিয়নের ইয়াসিন ও কৈলাইল ইউনিয়নের আব্দুর রহমান।এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম বলেন, শনিবার আসামিদের আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে আর কেউ সম্পৃক্ত আছে কিনা, তা জানতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।