নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত। এতে জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে স্থানীয় প্রশাসন দলীয় প্রভাবমুক্ত থাকবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক-তৃতীয়াংশ বদলে দেওয়া হয়েছিল। যার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।বুধবার রাতে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিতে রংপুরে এসেছেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার মানে পরিবর্তন। পরিবর্তনের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ। আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চাই। ভঙ্গুর পুরোনো রাষ্ট্র ব্যবস্থার বদলে অধিকার নিশ্চিত করে সবার অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি বলেন, দলীয় সরকার না থাকায় আগামী নির্বাচনে মাঠ অসমতল থাকার কোনো কারণ নেই। দলীয় সরকারের মাধ্যমে চরম দলীয়করণ হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করে। ফলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়।
ইভিএম পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, যে ইভিএম আগে ব্যবহার করা হয়েছে তা খুবই দুর্বল। এর মাধ্যমে কারসাজি করা যায়। তাই আগামী নির্বাচনে ইভিএম থাকবে না। ইভিএম কেনায়ও যথেষ্ট অনিয়ম-দুর্নীতি হয়েছে।এ সময় রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও মহানগর সুজনের সভাপতি ফখরুল আলম বেঞ্জু উপস্থিত ছিলেন।