ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা

হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ৮টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ছাত্রলীগের কর্মীরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার ছেলে মো. খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

জানা গেছে, গত সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন শহীদ মিনারে ফুল দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ ৩ জনকে আটক করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা

আপডেট সময় ১১:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ৮টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ছাত্রলীগের কর্মীরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার ছেলে মো. খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

জানা গেছে, গত সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন শহীদ মিনারে ফুল দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ ৩ জনকে আটক করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।