মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনা ঘটেছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এস তামিম এই আবেদন করেন।আবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী-এমপি, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিএমপি প্রধানসহ ১৯ জনের যোগসাজশে এই ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে।