জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নিতাই লাল আগরওয়ালা (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রেল গেটের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল আক্কেলপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহরের প্রধান রেল গেটের দক্ষিণ পার্শ্বে লাইন পার হওয়ার সময় তিনি ট্রেনটিতে কাটা পড়েন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ নেই।