ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজিতে ‘নতুন’ এমবাপ্পের অভিষেক

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১৫৩১ Time View

মেতজের বিপক্ষে করেছেন জোড়া গোল।২৫তম জন্মদিনটা বিশেষ হয়ে থাকল কিলিয়ান এমবাপ্পের কাছে। এমন ম্যাচেই কিনা পিএসজি পেয়েছে নতুন এক এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের ১৬ বছর বয়সী ভাই ইথান এমবাপ্পের অভিষেক হয়েছে গতরাতে।

দ্বিতীয়ার্ধে যোগ করা দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামেন ইথান। কিলিয়ান এমবাপ্পের মত এস বন্ডির যুব দলে শুরু ইথানেরও। এরপর নাম লেখান পিএসজিতে। সেখানেই অভিষেক এই তরুণ মিডফিল্ডারের।

বছরের শেষ ম্যাচে পিএসজির জয় ৩-১ গোলে। ৪৯ মিনিটে ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৭২ মিনিটে মেতজ এক গোল পরিশোধ করলেও ৮৩ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নদের।

১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিস। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মোনাকো।

পিএসজিতে ‘নতুন’ এমবাপ্পের অভিষেক

আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মেতজের বিপক্ষে করেছেন জোড়া গোল।২৫তম জন্মদিনটা বিশেষ হয়ে থাকল কিলিয়ান এমবাপ্পের কাছে। এমন ম্যাচেই কিনা পিএসজি পেয়েছে নতুন এক এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের ১৬ বছর বয়সী ভাই ইথান এমবাপ্পের অভিষেক হয়েছে গতরাতে।

দ্বিতীয়ার্ধে যোগ করা দ্বিতীয় মিনিটে বদলি হিসেবে নামেন ইথান। কিলিয়ান এমবাপ্পের মত এস বন্ডির যুব দলে শুরু ইথানেরও। এরপর নাম লেখান পিএসজিতে। সেখানেই অভিষেক এই তরুণ মিডফিল্ডারের।

বছরের শেষ ম্যাচে পিএসজির জয় ৩-১ গোলে। ৪৯ মিনিটে ভিতিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৭২ মিনিটে মেতজ এক গোল পরিশোধ করলেও ৮৩ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নদের।

১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিস। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মোনাকো।