ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে : শিক্ষামন্ত্রী

রোববার (১৭ ডিসেম্বর) রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুরের কার্যকরী কমিটির পরিচিতি সভায়  শিক্ষামন্ত্রী ড. দীপুমনি বলেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতেন। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে।

এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।

আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করি না। আমরা চাই ফিলিস্তিনে গাজার এ হামলা বন্ধ হোক।

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে এ পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আছে ও থাকবে।

দীপু মনি বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরের জন্য কাজ করতে চাই। চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এখানে অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ বাকি রয়েছে। আমরা অনেক কিছু পেয়েছি। দেশ ও বিশ্বকেও আমাদেরও দিতে হবে।

সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি একে আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাহ, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৪৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

রোববার (১৭ ডিসেম্বর) রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুরের কার্যকরী কমিটির পরিচিতি সভায়  শিক্ষামন্ত্রী ড. দীপুমনি বলেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতেন। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে।

এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।

আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করি না। আমরা চাই ফিলিস্তিনে গাজার এ হামলা বন্ধ হোক।

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে এ পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আছে ও থাকবে।

দীপু মনি বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরের জন্য কাজ করতে চাই। চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এখানে অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ বাকি রয়েছে। আমরা অনেক কিছু পেয়েছি। দেশ ও বিশ্বকেও আমাদেরও দিতে হবে।

সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি একে আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাহ, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।