ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ১৫১৮ Time View

জয়পুরহাটে কলাবাগান থেকে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউলের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামে। জানা গেছে, তারা বাবার নাম কাজীতুল্লাহ শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম প্রায় ১৫ বছর আগে পাঁচবিবি উপজেলার মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলতানাকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। এরপর তার স্ত্রী সিরাজগঞ্জ চলে যান। এদিকে ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন রবিউল। সোমবার দুপুরে সিনেমা হল সংলগ্ন কলাবাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রবিউল পোনা মাছের ব্যবসা করতেন। এছাড়া গাছ থেকে পাখীর ছানা ধরার নেশা ছিল তার। নারিকেল গাছ থেকে পাখির ছানা ধরার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় কিছুটা পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

জয়পুরহাটে কলাবাগান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

জয়পুরহাটে কলাবাগান থেকে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিউলের গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামে। জানা গেছে, তারা বাবার নাম কাজীতুল্লাহ শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম প্রায় ১৫ বছর আগে পাঁচবিবি উপজেলার মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলতানাকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। এরপর তার স্ত্রী সিরাজগঞ্জ চলে যান। এদিকে ৪-৫ দিন ধরে নিখোঁজ ছিলেন রবিউল। সোমবার দুপুরে সিনেমা হল সংলগ্ন কলাবাগানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রবিউল পোনা মাছের ব্যবসা করতেন। এছাড়া গাছ থেকে পাখীর ছানা ধরার নেশা ছিল তার। নারিকেল গাছ থেকে পাখির ছানা ধরার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় কিছুটা পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।