ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে
১ মাস ধরে  হণ্যে হয়ে খুঁজছে স্বামী

নওগাঁয় ৩ বছর শিশু সহ গৃহবধূ লাপাত্তা  

 স্ত্রী সন্তানের খোঁজে একমাস ধরে এদিক সেটিক ছুটে চলেছেন নওগাঁর মান্দার শাহিন । থানায় অভিযোগ দিয়েছেন কিন্ত কোন হদিস নেই ৩ বছরের সন্তান আর স্ত্রী মুক্তা খাতুনের । সে নিজ ইচ্ছেতে কোথাও গেলো নাকি তাকে আটকে রেখেছে তা নিশ্চিত হতে পারছে না শাহিনের পরিবার ।

কৃষি কাজ করা  শাহিনের বাড়ী নওগাঁর মান্দা উপজেলার কসব শিয়াটা গ্রামে । সে  জানায় গত ২৮ ফেব্রূয়ারী তার স্ত্রী মুক্তা খাতুন সকলের অগোচরে বাড়ী থেকে বের হয়ে যায় । তার সাথে ছিল তিন বছর বয়সী শিশু সন্তান ।  তবে কি কারণে বের হয়ে গেছে তা নিশ্চিত হতে পারছে না শাহিন ও তার পরিবার । ঘটনার পর থেকে মুক্তা খাতুনের গ্রামের বাড়ী খুলনার খালিশ পুর থানার বাস্তহারা গ্রামে খোঁজ করে । কিন্ত তারা জানায় মুক্তা সেখানে যায়নি । এর পর থেকে বিভিন্ন আত্বীয় বাড়ীতে খবর নিতে থাকে । কিন্ত কোথাও স্ত্রী সন্তানের হদিস না পাওয়ায় গত ৯ মার্চ শাহিন মান্দা থানায় একটি জিডি করেন ।

পুলিশ জিডি নেওয়ার পরও প্রায় ১২ দিন পার হয়েছে কিন্ত নিখোঁজদের সন্ধান নেই । এদিকে নিখোঁজ মুক্তা খাতুনের পিতা  আমির উদ্দিন ঘটনার পর থেকেই তাদের জামাই শাহিনের সাথে থেকে সেও সন্ধান চালাচ্ছে বলে জানায় শাহিন ।

তবে মুক্তা খাতুন কি কারণে নিরুদ্দেশ তার সটিক কারণ শাহিনের পরিবার নিশ্চিত হতে পারছে না । শাহিন জানায় নিখোঁজ তার স্ত্রী সন্তানের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরুস্কার প্রদান করা হবে । এ ক্ষেত্রে সন্ধান দাতা এই মোবাইল নং যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার । ০১৭৫০৩২৯২৭৮

ট্যাগস

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

১ মাস ধরে  হণ্যে হয়ে খুঁজছে স্বামী

নওগাঁয় ৩ বছর শিশু সহ গৃহবধূ লাপাত্তা  

আপডেট সময় ০৪:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 স্ত্রী সন্তানের খোঁজে একমাস ধরে এদিক সেটিক ছুটে চলেছেন নওগাঁর মান্দার শাহিন । থানায় অভিযোগ দিয়েছেন কিন্ত কোন হদিস নেই ৩ বছরের সন্তান আর স্ত্রী মুক্তা খাতুনের । সে নিজ ইচ্ছেতে কোথাও গেলো নাকি তাকে আটকে রেখেছে তা নিশ্চিত হতে পারছে না শাহিনের পরিবার ।

কৃষি কাজ করা  শাহিনের বাড়ী নওগাঁর মান্দা উপজেলার কসব শিয়াটা গ্রামে । সে  জানায় গত ২৮ ফেব্রূয়ারী তার স্ত্রী মুক্তা খাতুন সকলের অগোচরে বাড়ী থেকে বের হয়ে যায় । তার সাথে ছিল তিন বছর বয়সী শিশু সন্তান ।  তবে কি কারণে বের হয়ে গেছে তা নিশ্চিত হতে পারছে না শাহিন ও তার পরিবার । ঘটনার পর থেকে মুক্তা খাতুনের গ্রামের বাড়ী খুলনার খালিশ পুর থানার বাস্তহারা গ্রামে খোঁজ করে । কিন্ত তারা জানায় মুক্তা সেখানে যায়নি । এর পর থেকে বিভিন্ন আত্বীয় বাড়ীতে খবর নিতে থাকে । কিন্ত কোথাও স্ত্রী সন্তানের হদিস না পাওয়ায় গত ৯ মার্চ শাহিন মান্দা থানায় একটি জিডি করেন ।

পুলিশ জিডি নেওয়ার পরও প্রায় ১২ দিন পার হয়েছে কিন্ত নিখোঁজদের সন্ধান নেই । এদিকে নিখোঁজ মুক্তা খাতুনের পিতা  আমির উদ্দিন ঘটনার পর থেকেই তাদের জামাই শাহিনের সাথে থেকে সেও সন্ধান চালাচ্ছে বলে জানায় শাহিন ।

তবে মুক্তা খাতুন কি কারণে নিরুদ্দেশ তার সটিক কারণ শাহিনের পরিবার নিশ্চিত হতে পারছে না । শাহিন জানায় নিখোঁজ তার স্ত্রী সন্তানের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরুস্কার প্রদান করা হবে । এ ক্ষেত্রে সন্ধান দাতা এই মোবাইল নং যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার । ০১৭৫০৩২৯২৭৮