ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত

 নওগাঁর মান্দার পলাশবাড়ীতে অনুষ্টিত হলো বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলা । ছিল দিনভর বর্ণাঢ্য আয়োজন । মিলন মেলায় ছিল   সচেতন মুলক মাদকের কুফল আর বাল্য বিবাহের উপর আলোচনা ।

সংস্থার প্রায় ৫শ নারী পুরুষের উপস্থিতিতে দিন ব্যাপী এ আয়োজনের প্রথম পর্যায়ে ছিল আলোচনা সভা । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নাজিম উদ্দিন (তনু) ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সময় টিভির রিপোর্টার ভিশন নিউজটুডের সম্পাদক এম আর রকি, বন্ধু মিতালী ফাউন্ডেশনের অডিট পরিচালক রাজু আহম্মেদ, এস এম মনোয়ার হোসেন,  (এইচআরডি),  রফিকুল ইসলাম স্বপন, (যোনাল ম্যানেজার মান্দা ) আল আমিন (এরিয়া ম্যানেজার মান্দা যোন ) আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক পলাশবাড়ী শাখা । অনুষ্টান টি পরিচালনা করেন  সিরাজুল ইসলাম ।

অনুষ্টানের  দ্বিতীয়ার্ধে ছিল  সদস্যদের নিয়ে কুইজ প্রতিযোগিতা । উপস্থিত প্রত্যেকের শান্তনা পুরুস্কার ছাড়াও সদস্যদের মাঝে কুইজের মাধ্যমে ৫৫ টি মুল্যবান পুরুস্কার প্রদান করে সংস্থা  ।

অনুষ্টানে প্রধান অতিথি সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় প্রান্তিক মানুষের কল্যানে কাজ করে থাকে । এ কারণে প্রতি বছর সংস্থার সদস্যদের নিয়ে মিলন মেলার আয়োজন করে আসছে । আগামীতে সংস্থার সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত সহ জীবন মান উন্নয়নে বীমা সুবিধার আওতায় আনা হবে সকল সদস্যদের । অনুষ্টানে আগত নারী ও পুরুষরা সংস্থার েএমন আয়োজনে ভুয়সী প্রশংসা করেন ।

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

 নওগাঁর মান্দার পলাশবাড়ীতে অনুষ্টিত হলো বন্ধু মিতালী ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মিলন মেলা । ছিল দিনভর বর্ণাঢ্য আয়োজন । মিলন মেলায় ছিল   সচেতন মুলক মাদকের কুফল আর বাল্য বিবাহের উপর আলোচনা ।

সংস্থার প্রায় ৫শ নারী পুরুষের উপস্থিতিতে দিন ব্যাপী এ আয়োজনের প্রথম পর্যায়ে ছিল আলোচনা সভা । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নাজিম উদ্দিন (তনু) ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সময় টিভির রিপোর্টার ভিশন নিউজটুডের সম্পাদক এম আর রকি, বন্ধু মিতালী ফাউন্ডেশনের অডিট পরিচালক রাজু আহম্মেদ, এস এম মনোয়ার হোসেন,  (এইচআরডি),  রফিকুল ইসলাম স্বপন, (যোনাল ম্যানেজার মান্দা ) আল আমিন (এরিয়া ম্যানেজার মান্দা যোন ) আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক পলাশবাড়ী শাখা । অনুষ্টান টি পরিচালনা করেন  সিরাজুল ইসলাম ।

অনুষ্টানের  দ্বিতীয়ার্ধে ছিল  সদস্যদের নিয়ে কুইজ প্রতিযোগিতা । উপস্থিত প্রত্যেকের শান্তনা পুরুস্কার ছাড়াও সদস্যদের মাঝে কুইজের মাধ্যমে ৫৫ টি মুল্যবান পুরুস্কার প্রদান করে সংস্থা  ।

অনুষ্টানে প্রধান অতিথি সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় প্রান্তিক মানুষের কল্যানে কাজ করে থাকে । এ কারণে প্রতি বছর সংস্থার সদস্যদের নিয়ে মিলন মেলার আয়োজন করে আসছে । আগামীতে সংস্থার সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত সহ জীবন মান উন্নয়নে বীমা সুবিধার আওতায় আনা হবে সকল সদস্যদের । অনুষ্টানে আগত নারী ও পুরুষরা সংস্থার েএমন আয়োজনে ভুয়সী প্রশংসা করেন ।