ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

নওগাঁয় ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থী আহত

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরী আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আত্রাই-রানীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দাসপাড়া উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে নওগাঁ জেলা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়। পথে আত্রাই-রানীনগর সড়কের ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চার্জারভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়িচালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দাসপাড়া উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে নওগাঁ জেলা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়। পথে আত্রাই-রানীনগর সড়কের ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চার্জারভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়িচালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় ফুটবলসহ কয়েকটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ভটভটিতে চড়ে যাচ্ছিল।

পথে তারা দুর্ঘটনার শিকার হয়। দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসক জেনেছেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প

নওগাঁয় ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৫:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরী আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আত্রাই-রানীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দাসপাড়া উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে নওগাঁ জেলা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়। পথে আত্রাই-রানীনগর সড়কের ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চার্জারভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়িচালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দাসপাড়া উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ৫১তম শীতকালীন আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ভটভটিতে নওগাঁ জেলা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয়। পথে আত্রাই-রানীনগর সড়কের ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চার্জারভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়।

এতে ভটভটিতে থাকা ২৫ শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়িচালক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় ফুটবলসহ কয়েকটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ভটভটিতে চড়ে যাচ্ছিল।

পথে তারা দুর্ঘটনার শিকার হয়। দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসক জেনেছেন। প্রশাসনের পক্ষ থেকে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সূত্র: প্রথম আলো