জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ডিবি পরিচয়ে শফিকুর রহমানকে তুলে নেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শফিকুর রহমানকে আটক করা হয়েছে।
তবে কী অভিযোগে শফিকুরকে আটক করা হয়েছে, তা বিস্তারিত জানাননি।
উত্তরা থেকে সোমবার রাত ১টার দিকে ডিবি পুলিশ শফিকুরকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, উত্তরার একটি বাসা থেকে শফিকুর রহমানকে তার ব্যক্তিগত সহকারী ও গাড়ির ড্রাইভারসহ সাদা পোশাকে ডিবির একটি দল তুলে নিয়ে গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে জামায়াতের আমিরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন ২০১৯ সালে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।