ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেধে দেওয়া সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ

স্টাফ রিপোর্টারঃ  খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন- মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

এদিন বেলা ১১টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বিএনপির সমাবেশ এলাকায় দেখা যায়, তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।

ট্যাগস

বেধে দেওয়া সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু

আপডেট সময় ০৫:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

স্টাফ রিপোর্টারঃ  খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন- মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

এদিন বেলা ১১টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বিএনপির সমাবেশ এলাকায় দেখা যায়, তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।