ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

নওগাঁর মান্দায় ভুয়া সিআইডির পরিচয়পত্রে চাঁদাবাজি

হাফিজুর রহমান,তুষার আলম,মাহফুজ জামান

স্টাফ রিপোর্টার:চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।নওগাঁর মান্দায় রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২৪) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৯)।পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডোপটেস্টে মাদক সেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে ভুয়া পরিচয়পত্রে চাঁদাবাজি করে আসছিলেন। তার সঙ্গী হন তুষার আলম ও মাহফুজ জামান।

গ্রামের ফ্রিল্যান্সার রতন চন্দ্র সরকার বলেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করার কারণে ১০ দিন আগে হাফিজুর রহমান সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরও আরও টাকার দাবি করে আসছিলেন। গত কয়েকদিন থেকে একই এলাকার কৌশিক চন্দ্রের কাছেও টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা দেওয়ার কথা বলে হাফিজুরকে ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, তিন যুবককে ফেরিঘাট এলাকায় স্থানীয়রা টক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। পরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়।

ট্যাগস

তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প

নওগাঁর মান্দায় ভুয়া সিআইডির পরিচয়পত্রে চাঁদাবাজি

আপডেট সময় ০৫:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

স্টাফ রিপোর্টার:চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।নওগাঁর মান্দায় রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২৪) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৯)।পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডোপটেস্টে মাদক সেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে ভুয়া পরিচয়পত্রে চাঁদাবাজি করে আসছিলেন। তার সঙ্গী হন তুষার আলম ও মাহফুজ জামান।

গ্রামের ফ্রিল্যান্সার রতন চন্দ্র সরকার বলেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করার কারণে ১০ দিন আগে হাফিজুর রহমান সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরও আরও টাকার দাবি করে আসছিলেন। গত কয়েকদিন থেকে একই এলাকার কৌশিক চন্দ্রের কাছেও টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা দেওয়ার কথা বলে হাফিজুরকে ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, তিন যুবককে ফেরিঘাট এলাকায় স্থানীয়রা টক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। পরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়।