শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এবার মানুষের একটি দেহহীন মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহঃ) মাজারের গজার মাছের পুকুরে পুরুষের দেহবিহীন একটি মাথা পানিতে ভেসে ওঠে।
স্থানীয় লোকজন খবর দিলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহবিহীন মাথাটি উদ্ধার করে। মাথাটি দেখার জন্য এলাকার শত শত মানুষ পুকুরপাড়ে ভিড় জমায়।