স্টাফ রিপোর্টার : স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের দুই প্রবীণ রাজনীতিক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তারা দু’জন পাশাপাশি বসেছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী হুইলচেয়ারে করে সুধী সমাবেশে যোগ দেন।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন দেশের রাজনীতিকসহ বিভিন্ন মহল। এমনকি অনেকেই তাদের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ইতিবাচক নানা মন্তব্য করছেন।