ভারতে একদিনে ১৩ হাজার ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ৪ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। সরকারি তথ্যের বরাত দিয়ে আজ শনিবার সকালে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ভারতে মারা গেছে ২৩ জন। করোনা শনাক্তের হার ২.৭৩ শতাংশ। আজ শনিবার সকাল পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগী ছিল ৬৮ হাজার ১০৮ জন।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।