বিনোদন ডেক্স : করোনাকালে সময় কাটাতে গত বছর ইউটিউব চ্যানেলে খুলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার চ্যানেলেন নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’।
সেই চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার প্লে বাটন’ পেলেন অভিনেত্রী।
তিশা বলেন, ‘করোনাকালে ঘরে বসে ছিলাম। চিন্তা করলাম, বাসায় আছি। একটি ইউটিউব চ্যানেল খুলি। পরিবারের সঙ্গে সময় কাটানো, লকডাউনে জন্মদিন, নিজের মেকআপ করাসহ নানা ঘটনার স্মৃতি ভিডিও করে চ্যানেলে রাখা যাবে। সেভাবেই করেছিলাম।’
ভিডিওগুলো চ্যানেলে দেওয়ার পর বেশ সাড়া পাচ্ছিলেন তিশা। তিনি বলেন, ‘এসব ভিডিও দেখে আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচক মন্তব্য করছিলেন। আরও নতুন নতুন ভিডিও চাচ্ছিলেন তারা। দেখলাম, এক বছর না যেতেই সাবস্ক্রাইব এক লাখ পার হয়ে গেল।’
ছোট পর্দা, বড় পর্দার অনেক তারকারই এখন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে। তাদের কেউ কেউ ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার আবার কেউ কেউ গোল্ডেন প্লে বাটনও পেয়েছেন।