ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধু কেকের মৃত্যুতে শোকে কাতর শান্তনু মৈত্র!

বিনোদন ডেক্স :বলিউড জনপ্রিয় গায়ক কেকে। তার অকাল প্রয়াণে হতবাক ভক্ত, সহকর্মীরা। মঙ্গলবার, ৩১ মে কলকাতায় উল্টোডাঙ্গার গুরুদাস কলেজে একটি গানের অনুষ্ঠান যান তিনি।

সে অনুষ্ঠানে আক্রান্ত হন হৃদরোগে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় এই গুণী এই শিল্পীর।

তার এমন চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা। মেনে নিতে পারছেন না তার বন্ধু শান্তনু মৈত্র। দুজনই ছিলেন ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়ায় কেকে-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘তুমি আমাকে প্রথম রেকর্ডিং স্টুডিয়োতে নিয়ে গিয়েছিলে। আমার তৈরি প্রথম জিঙ্গল গেয়েছিলে তুমিই।

জীবনে প্রথমবার গভীর রাতে তোমার সঙ্গে পরোটাও খেয়েছিলাম। আমরা একসঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলাম। আর সম্ভবত তোমার শেষ গানটাও তুমি আমার সঙ্গেই গেয়েছো। তোমার হাসি খুব মিস করব… তোমাকে ভীষণ মিস করব কেকে।’

তিনি আরও জানান, ‘সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শান্তিতে থাকো। আমরা যখন একসঙ্গে আড্ডা দিতাম, এতো মজা করতাম যে ছবি তোলার কথা আমাদের মনেই থাকত না। তাই এটা ছাড়া তোমার সঙ্গে আর কোনো ছবিও নেই। তবে তুমিই তো সবসময় বলতে, তোমার আর আমার ছবি তোলার দরকার নেই!’

আজ বৃহস্পতিবার কেকের শেষকৃত্য সম্পন্ন হবে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বন্ধু কেকের মৃত্যুতে শোকে কাতর শান্তনু মৈত্র!

আপডেট সময় ০১:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

বিনোদন ডেক্স :বলিউড জনপ্রিয় গায়ক কেকে। তার অকাল প্রয়াণে হতবাক ভক্ত, সহকর্মীরা। মঙ্গলবার, ৩১ মে কলকাতায় উল্টোডাঙ্গার গুরুদাস কলেজে একটি গানের অনুষ্ঠান যান তিনি।

সে অনুষ্ঠানে আক্রান্ত হন হৃদরোগে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় এই গুণী এই শিল্পীর।

তার এমন চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা। মেনে নিতে পারছেন না তার বন্ধু শান্তনু মৈত্র। দুজনই ছিলেন ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়ায় কেকে-এর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘তুমি আমাকে প্রথম রেকর্ডিং স্টুডিয়োতে নিয়ে গিয়েছিলে। আমার তৈরি প্রথম জিঙ্গল গেয়েছিলে তুমিই।

জীবনে প্রথমবার গভীর রাতে তোমার সঙ্গে পরোটাও খেয়েছিলাম। আমরা একসঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলাম। আর সম্ভবত তোমার শেষ গানটাও তুমি আমার সঙ্গেই গেয়েছো। তোমার হাসি খুব মিস করব… তোমাকে ভীষণ মিস করব কেকে।’

তিনি আরও জানান, ‘সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শান্তিতে থাকো। আমরা যখন একসঙ্গে আড্ডা দিতাম, এতো মজা করতাম যে ছবি তোলার কথা আমাদের মনেই থাকত না। তাই এটা ছাড়া তোমার সঙ্গে আর কোনো ছবিও নেই। তবে তুমিই তো সবসময় বলতে, তোমার আর আমার ছবি তোলার দরকার নেই!’

আজ বৃহস্পতিবার কেকের শেষকৃত্য সম্পন্ন হবে।