আন্তর্জাতিক ডেক্স : ভারতের মহারাষ্ট্রে ৬ সন্তানকে হত্যার অভিযোগ আনা হয়েছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, ঘরোয়া বিবাদের জের ধরে নিজের ৬ সন্তানকে কুয়ায় ফেলে দেন ওই মা। এতে শিশুগুলোর মৃত্যু হয়।
ওই শিশুদের মধ্যে পাঁচজনই কন্যাশিশু। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের রাইগাদ জেলার এই ঘটনায় সবাই হতবাক হয়ে গেছেন। মুম্বাই শহর থেকে মাত্র একশ কিলোমিটার দূরের খারাভালি গ্রামের মাহাদ তালুকায় এই ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানিয়েছেন, স্বামীর পরিবারের লোকজন ৩০ বছর বয়সী ওই নারীকে মারধর করায় তিনি হুট করেই এমন কাজ করে বসেন।
নিজের ৬ সন্তানের সবাইকে কুয়ার মধ্যে ফেলে দেন তিনি। যে ৬ শিশু মারা গেছে তাদের বয়স ১৮ মাস থেকে ১০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।