ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী জুন মাসেই চালু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু; কাদের

স্টাফ রিপোর্টারঃ  জুন মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বহু প্রতীক্ষিত এই সেতু উদ্বোধনের জন্য সারসংক্ষেপ রোববারই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করছি। বঙ্গবন্ধুকন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে।

“আর বেশি দূরে নয়, চন্দ্রাদীপ্ত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। আগামীকাল (রোববার) সারসংক্ষেপ (সামারি) পাঠাব নেত্রীকে। তিনি তখন সময় দেবেন, সেই সময় আমরা পদ্মা সেতু উদ্বোধন করব। নেতা-কর্মীদের আগাম দাওয়াত দিয়ে গেলাম।

বিশ্বে চলমান সঙ্কটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দাবি করে কাদের বলেন, “যত দিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবে, তত দিন বাংলাদেশ-শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করা হবে আমেরিকা-ইউরোপের সঙ্গে।

“১৩ বছর আগের বাংলাদেশ এর আজকের বাংলাদেশ কোথায়! শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। তিনি ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু এই জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। আমাদের আজকের মুক্তিসংগ্রামের কান্ডারি তিনি।”

আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিততে চায়- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসী হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতিতপ্রাপ্ত দল বিএনপি। সন্ত্রাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় তারা এসেছিল।”

সরকারের বিভিন্ন উন্নয়ন-অর্জনের চিত্র তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের ইঙ্গিত করে বলেন, “দেশের মানুষ ভালো আছে বলেই তাদের মন খারাপ।”

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বক্তব্য রাখেন।

ট্যাগস

আগামী জুন মাসেই চালু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু; কাদের

আপডেট সময় ০৬:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

স্টাফ রিপোর্টারঃ  জুন মাসের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বহু প্রতীক্ষিত এই সেতু উদ্বোধনের জন্য সারসংক্ষেপ রোববারই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করছি। বঙ্গবন্ধুকন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে।

“আর বেশি দূরে নয়, চন্দ্রাদীপ্ত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। আগামীকাল (রোববার) সারসংক্ষেপ (সামারি) পাঠাব নেত্রীকে। তিনি তখন সময় দেবেন, সেই সময় আমরা পদ্মা সেতু উদ্বোধন করব। নেতা-কর্মীদের আগাম দাওয়াত দিয়ে গেলাম।

বিশ্বে চলমান সঙ্কটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দাবি করে কাদের বলেন, “যত দিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবে, তত দিন বাংলাদেশ-শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করা হবে আমেরিকা-ইউরোপের সঙ্গে।

“১৩ বছর আগের বাংলাদেশ এর আজকের বাংলাদেশ কোথায়! শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। তিনি ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু এই জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। আমাদের আজকের মুক্তিসংগ্রামের কান্ডারি তিনি।”

আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিততে চায়- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসী হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতিতপ্রাপ্ত দল বিএনপি। সন্ত্রাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় তারা এসেছিল।”

সরকারের বিভিন্ন উন্নয়ন-অর্জনের চিত্র তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের ইঙ্গিত করে বলেন, “দেশের মানুষ ভালো আছে বলেই তাদের মন খারাপ।”

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বক্তব্য রাখেন।