ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিশু ইমনের খোঁজ নেই ১৫ দিন, পাগল প্রায় পরিবার

শিশু ইমন

স্টাফ রিপোর্টার নওগাঁ: ইমন হোসেন (১৫ )। বাড়ী নওগাঁর  নিয়ামত পুর উপজেলার গোবিন্দপুর গ্রামে । গত ৫ মে বিকেল স্থানীয় ছাতরা বাজারে যায় ।  সেখান থেকেই নিখোঁজ হয় ইমন ।

গায়ের রং ফর্সা বাক প্রতিবুন্ধি ইমনের পড়নে ছিল টি শার্ট এবং হালকা কালো রংয়ের প্যান্ট । ইমনে পিতা বাবুল হোসেন জানান, ওই দিন বিকেলে বাড়ী থেকে বের হয়ে ছাতরা বাজারে যায়  সেখান থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না । তবে দু একন জানায় ছাতরা বাজার থেকে মহাদেবপুর ধলুর হোটেলে ইমন কে দেখা গেছে কিন্ত সেখানে খোঁজ করলে তারাও আর তার ব্যাপারে কোন খোঁজ দিতে পারেনি ।

মানষিক ভাবে দুর্বল ও ঠিক মত কথা বলতে পারে না ছেলেটি । শিশু ইমনের সন্ধান চেয়ে গত ৮ মে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়রী করে তার পিতা । এদিকে গত ১৫ দিন ধরে সন্তানের চিন্তায় পাগল প্রায় পরিবার টি । শিশু ইমনের সন্ধান পেলে নিম্মের মোবাইল ফোন নং যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার । 01785568606

 

ট্যাগস

শিশু ইমনের খোঁজ নেই ১৫ দিন, পাগল প্রায় পরিবার

আপডেট সময় ১২:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২

স্টাফ রিপোর্টার নওগাঁ: ইমন হোসেন (১৫ )। বাড়ী নওগাঁর  নিয়ামত পুর উপজেলার গোবিন্দপুর গ্রামে । গত ৫ মে বিকেল স্থানীয় ছাতরা বাজারে যায় ।  সেখান থেকেই নিখোঁজ হয় ইমন ।

গায়ের রং ফর্সা বাক প্রতিবুন্ধি ইমনের পড়নে ছিল টি শার্ট এবং হালকা কালো রংয়ের প্যান্ট । ইমনে পিতা বাবুল হোসেন জানান, ওই দিন বিকেলে বাড়ী থেকে বের হয়ে ছাতরা বাজারে যায়  সেখান থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না । তবে দু একন জানায় ছাতরা বাজার থেকে মহাদেবপুর ধলুর হোটেলে ইমন কে দেখা গেছে কিন্ত সেখানে খোঁজ করলে তারাও আর তার ব্যাপারে কোন খোঁজ দিতে পারেনি ।

মানষিক ভাবে দুর্বল ও ঠিক মত কথা বলতে পারে না ছেলেটি । শিশু ইমনের সন্ধান চেয়ে গত ৮ মে নিয়ামতপুর থানায় একটি সাধারণ ডায়রী করে তার পিতা । এদিকে গত ১৫ দিন ধরে সন্তানের চিন্তায় পাগল প্রায় পরিবার টি । শিশু ইমনের সন্ধান পেলে নিম্মের মোবাইল ফোন নং যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার । 01785568606