ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প Logo রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত Logo স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের Logo ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও ৮৬ ফিলিস্তি নিনিহত Logo সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি শুরু Logo নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি Logo পরকীয়ার অভিযোগ, গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী Logo হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবো: নেতানিয়াহু Logo ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

গুটি আম ১৫ পর নওগাঁর আম আসছে ২৫ মে

চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

স্টাফ রিপোর্টার :  বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পাকবে আম। প্রথমে পাকবে গুটি আম, যা বাজারে আসতে পারে মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে। তবে জাতের আম পাকতে আরও সময় লাগবে। জাতের আমের মধ্যে সবার আগে পাকে গোপালভোগ। সুস্বাদু এ আম চলতি মাসের শেষ দিকে বাজারে আসবে। এরপর বাজারে আসবে ক্ষীরসাপাত আম, যা অঞ্চলভেদে হিমসাগর নামেও পরিচিত। তবে  নওগাঁ জেলা প্রশাসন ২৫ মের পর জাতের আম নামানোর ঘোষনা দিয়েছে । 

অন্যদিকে রাজশাহীর  কোন আম কোন সময়ে গাছ থেকে নামানো যাবে, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে বৃহস্পতিবার (১২ মে)।  ওইদিন রাজশাহী জেলা প্রশাসন চলতি মৌসুমে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করবে। অর্থাৎ কোন আম কোন তারিখে গাছ থেকে পাড়া শুরু করা যাবে, তা ঠিক করে দেওয়া হবে।

প্রতি বছর রাজশাহী জেলা প্রশাসন আমচাষি, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। যারা পুরিপুষ্ট আম খেতে অপেক্ষায় রয়েছেন, তাদের ম্যাংগো ক্যালেন্ডার অনুসরণ করে আম কিনতে অনুরোধ জানিয়ে থাকে প্রশাসন।

আমচাষিরা জানিয়েছেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আম পাকবে। তবে সেটি গুটি আম। চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

এছাড়া সম্ভাব্য তারিখ হিসেবে জুনের শুরুতে ক্ষীরসাপাত ও লক্ষ্মণভোগ আম বাজারে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে মিলবে সুস্বাদু ল্যাংড়া জাতের আম। সবশেষে বাজারে পাওয়া ফজলি আম। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ফজলি আম পাড়া শুরু হতে পারে।

ট্যাগস

তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে গাজা যুদ্ধ : ট্রাম্প

গুটি আম ১৫ পর নওগাঁর আম আসছে ২৫ মে

আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

স্টাফ রিপোর্টার :  বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পাকবে আম। প্রথমে পাকবে গুটি আম, যা বাজারে আসতে পারে মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে। তবে জাতের আম পাকতে আরও সময় লাগবে। জাতের আমের মধ্যে সবার আগে পাকে গোপালভোগ। সুস্বাদু এ আম চলতি মাসের শেষ দিকে বাজারে আসবে। এরপর বাজারে আসবে ক্ষীরসাপাত আম, যা অঞ্চলভেদে হিমসাগর নামেও পরিচিত। তবে  নওগাঁ জেলা প্রশাসন ২৫ মের পর জাতের আম নামানোর ঘোষনা দিয়েছে । 

অন্যদিকে রাজশাহীর  কোন আম কোন সময়ে গাছ থেকে নামানো যাবে, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে বৃহস্পতিবার (১২ মে)।  ওইদিন রাজশাহী জেলা প্রশাসন চলতি মৌসুমে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করবে। অর্থাৎ কোন আম কোন তারিখে গাছ থেকে পাড়া শুরু করা যাবে, তা ঠিক করে দেওয়া হবে।

প্রতি বছর রাজশাহী জেলা প্রশাসন আমচাষি, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। যারা পুরিপুষ্ট আম খেতে অপেক্ষায় রয়েছেন, তাদের ম্যাংগো ক্যালেন্ডার অনুসরণ করে আম কিনতে অনুরোধ জানিয়ে থাকে প্রশাসন।

আমচাষিরা জানিয়েছেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আম পাকবে। তবে সেটি গুটি আম। চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

এছাড়া সম্ভাব্য তারিখ হিসেবে জুনের শুরুতে ক্ষীরসাপাত ও লক্ষ্মণভোগ আম বাজারে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে মিলবে সুস্বাদু ল্যাংড়া জাতের আম। সবশেষে বাজারে পাওয়া ফজলি আম। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ফজলি আম পাড়া শুরু হতে পারে।