স্টাফ রিপোর্টারঃ সরকার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দলীয় নেতাদের চূড়ান্ত করেছে। যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এদের সবাই সদ্য ভেঙে দেওয়া জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তাদের নাম চূড়ান্ত করে আজ বুধবারের (২৭ এপ্রিল) মধ্যেই আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রতিটি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে প্রাপ্ত জেলা পরিষদের প্রশাসকদের তালিকা নিচে দেওয়া হলো–
রাজশাহী বিভাগঃ–রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আশরাফুল হক (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন), সিরাজগঞ্জে মো আব্দুল লতিফ বিশ্বাস, নাটোরে সাজেদুর রহমান খান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, বগুড়ায় মকবুল হোসেন ও জয়পুরহাটে আরিফুর রহমান;
রংপুর বিভাগঃ–পঞ্চগড় জেলা পরিষদে মো. আনোয়ার সাদাত, ঠাকুরগাঁওয়ে মু. সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, রংপুর জেলা পরিষদে বেগম ছাফিয়া খানম, নীলফামারীতে জয়নাল আবেদীন, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় মো. আতাউর রহমান;
ঢাকা বিভাগঃ–ঢাকায় মো. মাহবুবুর রহমান, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, গাজীপুরে আখতারুজ্জামান, নরসিংদীতে আব্দুল মতিন ভূঁইয়া, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, রাজবাড়িতে ফকির আব্দুল জব্বার, ফরিদপুরের শামসুল হক, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক, মাদারীপুরে মুনির চৌধুরী, শরীয়তপুরে ছাবেদুর রহমান;
ময়মনসিংহ বিভাগঃ–ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, শেরপুরে হুমায়ুন কবির, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী;
চট্টগ্রাম বিভাগঃ–চট্টগ্রামে মোহাম্মদ আব্দুস সালাম, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শফিকুল আলম, কুমিল্লায় আবু তাহের, চাঁদপুরে ওচমান গনি পাটোয়ারী, ফেনীতে খায়রুল বাশার মজুমদার, নোয়াখালীতে ডা. এ বি এম জাফর উল্লাহ, লক্ষ্মীপুরে মো. শাহজাহান;
খুলনা বিভাগঃ–খুলনায় শেখ হারুনুর রশিদ, সাতক্ষীরায় মো. নজরুল ইসলাম, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, মেহেরপুরে গোলাম রসুল, কুষ্টিয়ায় রবিউল ইসলা, চুয়াডাঙ্গায় শেখ সামসুল আবেদিন, ঝিনাইদহে কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুমার কুন্ডু ও নড়াইলে মোহাম্মদ সুলতান মাহমুদ (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন);
বরিশাল বিভাগঃ–বরিশালে মইদুল ইসলাম, বরগুনায় মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালীতে খলিলুর রহমান এবং ভোলায় আব্দুল মুমিন টুলু;
সিলেট বিভাগঃ–সিলেটে জয়নাল আবেদীন (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন), সুনামগঞ্জের নুরুল হুদা মুকুট, মৌলভীবাজারে মিছবাহুর রহমান এবং হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী।