আন্তর্জাতিক ডেক্স : ভারতের রাজস্থানে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) জয়পুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ঝুনঝুনু জেলার হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
জেলা পুলিশ প্রধান প্রদীপ মোহন শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা একটি তীর্থযাত্রা থেকে বাড়ি ফিরছিলেন।
তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় শোক প্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইটারে লিখেছেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন এবং প্রয়াতদের আত্মা শান্তিতে থাকুক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।