ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে জখম

গুরুতর জখম রেলওয়ে নিরাপত্তাকর্মী মো. বদিউল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. বদিউল ইসলাম মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে পিটিয়ে জখম হয়। চিকিৎসার জন্য তিনি এখন ঢাকায়।

বদিউল ইসলাম আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া কালের কণ্ঠকে জানান, বদিউল আলম মঙ্গলবার রাতে তালশহর স্টেশনে দায়িত্বরত ছিলেন। রাত ১টার দিকে চার-পাঁচজনের একদলদৃর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। চট্টগ্রামগামী তূর্ণানিশিথা ট্রেন তালশহর স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে বদিউল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া এনে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাস চারেক আগে তালশহর স্টেশনে সারোয়ার হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছিল।

ট্যাগস

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে জখম

আপডেট সময় ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. বদিউল ইসলাম মারধরের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে তাঁকে পিটিয়ে জখম হয়। চিকিৎসার জন্য তিনি এখন ঢাকায়।

বদিউল ইসলাম আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার ইনচার্জ মো. জিল্লু মিয়া কালের কণ্ঠকে জানান, বদিউল আলম মঙ্গলবার রাতে তালশহর স্টেশনে দায়িত্বরত ছিলেন। রাত ১টার দিকে চার-পাঁচজনের একদলদৃর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। চট্টগ্রামগামী তূর্ণানিশিথা ট্রেন তালশহর স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে বদিউল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া এনে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাস চারেক আগে তালশহর স্টেশনে সারোয়ার হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছিল।